আমি চাই না তোমাকে ঝাঁকাতে কিংবা বাঁকাতে
কাঁচাতে কিংবা পাকাতে কিংবা ঠকাতে,
চাই না তোমায় ভীষণ কিছু শেখাতে
চাই না তোমাকে বাড়াতে কিংবা কমাতে,
তোমার হৃদয় গলাতে কিংবা জমাতে
হবে না তোমাকে কোনমতেই আমার মত হতে,
একটা বন্ধু হবে কি বল তুমি আমার?
শুধু বন্ধু হতে কি পারবে তুমি আমার?
No comments:
Post a Comment